আমাজন জঙ্গল বিশ্বজুড়ে এক রহস্য আর বিস্ময়ের নাম।
এই জঙ্গল বিশ্বের ৭ম আশ্চর্যের একটি।
১! এর আয়তন ৫৫,০০,০০০ বর্গ কিলোমিটার (২১,২৩,৫৬২ বর্গমাইল)
★ তবে অবাক করা বিষয় হলো, ৩৭ টি বাংলাদেশ একত্র করলে এই জঙ্গলের সমান হবে।
৩! পৃথিবীর প্রায় 20% অক্সিজেন আসে এ জঙ্গল থেকে।
৪! এই বনে প্রায় ৩৯০ মিলিয়ন বৃক্ষ রয়েছে এগুলা আবার ১৬০০০ হাজার প্রজাতিতে বিভক্ত।
৫! পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট রয়েছে তার ৫০% ই এই জঙ্গলে।
৬! এই বনে ৩০০ এরও বেশি আদিবাসি আছে। মোট আদিবাসি নৃগোষ্ঠীর সংখ্যা ১০ লাখেরও বেশি।
★তবে মজার বিষয় হলো, এদের মধ্যে এমনও আদিবাসী আছে যাদের বর্তমান আধুনিক বিশ্বের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগই হয়নি৷
৭! এই বনে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ, ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে।
(সংগ্রহীত)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন