রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সিটি অফ পার্থ, অস্ট্রেলিয়া

 



অস্ট্রেলিয়ার পার্থ নামে একটি শহরের কথা অনেকেই জানেন। এটি অনেক উন্নত এবং আধুনিক মানের একটি শহরও বটে। তাহলে এটি আজ আমাদের দূর্গম শহর নিয়ে বানানো লিস্টে কী করছে? যদিও এশহরে উন্নত সুযোগসুবিধার কমতি নেই। নেই যোগাযোগ ব্যবস্থা কিংবা আধুনিক জীবন যাপনের অন্যান্য সুবিধারও কোন কমতি। এই শহরে বাস করে বিশ লক্ষাধিক মানুষ। কিন্তু আপনি কী জানেন, এর সবচেয়ে কাছের উন্নত শহর, যেখানে কমপক্ষে এক লাখ মানুষ বা করে, অস্ট্রেলিয়ার অন্যতম শহর অ্যাডিলেড থেকে পার্থের দূরত্ব কত? ২১০০ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই পড়েছেন, পার্থের সবচেয়ে কাছের শহরটির দূরত্ব প্রায় ২১০০ কিলোমিটার
তাই দূর্গম না স্বল্পোন্নত না কিংবা আবাসের অযোগ্য না হয়েও পার্থ শুধু মাত্র দূরত্বের হিসেবে হতে পারে পৃথিবীর সবচেয়ে দূর্গম শহরের একটি। কেউ কেউ তো একথাও বলেন যে পূর্ব অস্ট্রেলিয়ার এই শহরে যাওয়ার চাইতে সম্পূর্ণ অন্য মহাদেশে থাকা ইন্দোনেশিয়ার বালি দ্বীপপূঞ্জে যাওয়াও কম খরচের এবং কম কষ্টের। আসলে অস্ট্রেলিয়ার মাঝখানে থাকা বিশাল মরুভূমিই পার্থকে শহরকে ফেলে দিয়েছে অন্য সব উন্নত শহর থেকে দূর এক প্রান্তে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন