আবারও এক প্রজন্ম আসছে যারা টিপ সই ছাড়া স্বাক্ষর করতে পারবে না।
আমাদের তরুণ প্রজন্মের প্রায় 70% ফুড ব্লগিংকে ফ্যাশন ও পেশা হিসাবে বেছে নিয়েছে বা নিচ্ছে! অন্যান্য দেশের ছেলেমেয়েরা যখন বিস্কিট আর পানি খেয়ে চাকরির চেষ্টায় লেগে আছে, অথবা খেলায় বা ব্যবসায় সফল হওয়ার জন্য ছুটছে ঠিক তখন আমাদের গর্বিত বেকাররা বিরিয়ানির হাঁড়ির পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতো, আর প্লেটে বিরিয়ানি পড়লেই ফ্রিতে খাবার পাওয়ার আশায় সমবেত কণ্ঠে গাইছে "ঝরে ঝরে পড়ছে-ঝরে ঝরে পড়ছে!সেইসঙ্গে একটা জাতির ভবিষ্যতও ঝরে যাচ্ছে অকালে...
ফেসবুক খুললেই আজকাল শুধু রিল আর সেই রিল জুড়ে শুধু তুলতুলে মাটোন- জুসি বিফ-থলথলে পেটি মুচমুচে ফিসফ্রাই আর দগদগে বিরিয়ানিতে লেগে থাকা ঘিয়েভাজা ল্যাল্ল্যালে ছেঁড়া মাংস আর তার ওপর মগে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেওয়া খয়েরি রঙের কি (ঘি) মনে হয় কানের নিচে এক থাপ্পড় মারি
![🤪](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t80/1/16/1f92a.png)
অদ্ভুত বিষয় হলো কিছু ফকিন্নির বাচ্চা বিয়ে বাড়ি যেয়েও লেগে পড়ছে ফুড ব্লগিং করতে!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন