রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪




জাপানের সমুদ্র উপকূলে আবিস্কৃত হওয়া এই রহস্যময় জ্যামিতিক বৃত্তের ছবিগুলি দেখে চোখ কপালে উঠেছিল সারা পৃথিবীর। গ্রহান্তরের মানুষ বা এলিয়েনরা তাহলে কি জলের নিচেও নেমে পড়েছিল? কী করে তৈরি হলো এই নিখুঁত জ্যামিতিক বৃত্তগুলি? কেই বা আঁকলো? অধিকাংশ জাপানি খামারে এভাবেই তো বৃত্তাকার জমির মধ্যে বিভিন্ন খাদ্য শস্য বৃত্তাকারে চাষ করা হয়। ইয়োজি উকাতা নামে একজন সুদক্ষ জাপানি ফটোগ্রাফার এই অবাক করার মতো বৃত্তগুলি খুঁজে পেয়েছিলেন। পরে জানা গেছিলো এগুলি জাপানি পাফার মাছেদের তৈরি। প্রজননের সময়ে পুরুষ মাছকে আকর্ষণ করার জন্য স্ত্রী মাছরা বিশেষ এই ধরনের জ্যামিতি নিয়ে চর্চা করে। মানে এরকম নিখুঁতভাবে বৃত্তের ছবি আঁকে।তাও শুধুমাত্র পাখনার সাহায্যে

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন