মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বাঁশখালী সমুদ্র সৈকত

 

বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ সৈকত এটি। কয়েকটি পয়েন্ট নিয়ে প্রায় ৩৭ কিঃমিঃ এলাকা নিয়ে বিস্তৃত এই সৈকত। চট্টগ্রাম শহর থেকে ৪০ কিঃমিঃ দূরে এটি। অনেকেই জানে না এই নতুন পর্যটন নিয়ে। সবসময় পানি থাকে এই সৈকতে। হাতে স্পর্শ করতে পারবেন সাগরের পানি। প্রাইভেট বা লোকাল উভয় গাড়ি নিয়ে যেতে পারবেন। গাড়ি একদম বিচ বরাবর চলে যায়।
স্থানঃ বাঁশখালী সমুদ্র সৈকত, বাহারচরা পয়েন্ট।

ছবিঃ সংগ্রহীত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন