দীর্ঘদিন যাবত শেয়ারবাজারে লাগামহীন পতন চলছে। কোনোভাবেই পতন থামানো যাচ্ছে না। বাধ্য হয়ে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি লাগামহীন এই পতনের কারণ জানতে অংশীজনদের ডেকেছেন। তাদের সঙ্গে বৈঠকের খবরে অবশেষে আজ সোমবার (২২ এপ্রিল) পতনের বৃত্তে আটকে থাকা শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর পথেঅগ্রসর হয়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। এরপর থেকেই চলছে ধারাবাহিক পতন। একদিন বাজার ইতিবাচক থাকলে তিন দিন নেতিবাচক হয়েছে। সর্বশেষ গতকাল রোববার (২১ এপ্রিল) সূচক ৭৯৪ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৬৫৩ পয়েন্টে নেমে যায়।
বাজারের এমন লাগামহীন পতনে অবশেষে নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। প্রতিষ্ঠানটির কমিশনার ড. ড. শেখ শামসুদ্দিন আহমেদ ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, অ্যাসেট মেনেজম্যান্ট প্রতিষ্ঠান এবং শীর্ষ ব্রোকারেজ হাউজের পদস্থ কর্মকর্তাদের লাগামহীন পতনের কারণ জানতে এবং পতন ঠেকাতে করণীয় বিষয় নির্ধারণ করতে বৈঠক ডেকেছেন। এই বৈঠকের খবরে আজ সোমবার শুরু থেকে বাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছে। যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ শেয়ারবাজারের সব সূচক বেড়েছে । বেড়েছে লেনদেনও। পাশাপাশি যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম কমেছে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ কোম্পানির শেয়ার দাম বেড়েছে। এতে হাঁসফাসে থাকা বিনিয়োগকারীদের কিছুটা হলেও দম ফিরেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন